জাতিসংঘের সদর দফতরকে পণবন্দি করেছে মার্কিন সরকার বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিতে দেরি করার পর এ মন্তব্য করেন তিনি।
আলী রাবিয়ি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে দেরি করে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, জাতিসংঘের সদর দফতরে ইরানি কূটনীতিকদের উপস্থিতি যুক্তরাষ্ট্র জন্য কতটা কষ্টকর তা ওয়াশিংটনের এ আচরণের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
ইরান সরকারের মুখপাত্র বলেন, আমেরিকার ইচ্ছার বিপরীতে প্রেসিডেন্ট রুহানি ইরানি জনগণের পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে নিউইয়র্কে গেছেন। এ সফরে তেহরান ওয়াশিংটনকে একথা বুঝিয়ে দেবে যে, বিশ্বে ইরান কোণঠাসা হয়ে পড়েনি এবং কোনো দেশ ইরানকে কোণঠাসা করতে পারবে না।
ইরানবিরোধী শক্তিগুলো প্রতিনিয়ত পরাজয়ের শিকার হচ্ছে জানিয়ে আলী রাবিয়ি বলেন, যদিও মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিন দিন কঠোর করছে, তারপরও ইরান একা হয়ে পড়েনি। মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে অবরুদ্ধ করতে পারেনি।
বিডি প্রতিদিন/আরাফাত