পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলা হলেও পরে তা কমিয়ে ৫ দশমিক ৮ বলা হয়।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে দেশটির আজাদ কাশ্মীর, ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আজাদ কাশ্মীরে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের পাশাপাশি ভারতের নয়াদিল্লি, পাঞ্জাব, জম্মু-কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়।
তবে, ভারতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম