পাকিস্তানে আহমদিয়াদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা চরম দুর্দশা ও নির্যাতনের মধ্যে দিন পার করছেন বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জিউসেপ ফ্যারান্দিনো।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফোর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এসময় পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের কোন ধর্মীয় স্বাধীনতা নেই বলেও জানান তিনি।
ফ্যারান্দিনো জানান, আহমদিয়া সমাজের নারীরা ধর্ষণ ও অপহরণের শিকার হচ্ছেন। আর তাদের ওপর এই আর্থ-সামাজিক, রাজনৈতিক বৈষম্য, সংঘবদ্ধ হিংসা, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, ধর্ষণ কিংবা জোর করে ইসলামে ধর্মান্তর করা হচ্ছে রাষ্ট্রীয় মদতেই।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ