ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বেশি কঠোর করারও হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য ইরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন কখনো তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অব্যাহত রাখা হবে।
বিডি প্রতিদিন/হিমেল