কুয়েতে স্থানীয় নাগরিক এবং একজন মিশরীয় ভিসা ব্যবসায়ীকে মানব পাচারের অভিযোগে কুয়েতের ফৌজদারি আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে একজন সৌদি, দু'জন মিশরীয় এবং একজন সিরিয়ানকে মানব পাচারের জন্য তিন বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, একটি কোম্পানির চারশত ভিসা এক হাজার পাচঁশত কুয়েতি দিনার করে বিক্রি করে। ভিসা নেয়ার পর সমস্যার হওয়ায় ওই কোম্পানির কয়েক ডজন শ্রমিক মামলা দায়ের করেন। বিভিন্ন সমস্যার কারণে এসব ভিসায় কর্মী প্রেরণ স্থগিত করে মিশর।
কুয়েতে ভিসা কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ যা স্থানীয় আইনে একটি কঠোর অপরাধ। তা জেনেও অনেক প্রবাসী এসব ভিসা কেনা বেচার সাথে জড়িয়ে পড়েন। বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েতে দ্রুত গতিতে চলছে উন্নয়ন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশটিতে প্রতি বছরই যোগ হচ্ছে নতুন নতুন প্রকল্প। আর এসব প্রকল্পে রয়েছে দক্ষ-অদক্ষ প্রচুর শ্রমিক চাহিদা। এই ভিসাগুলো কুয়েত সরকার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকেন। এই ভিসা নিয়ে একটি চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে উচ্চ মূল্য বিক্রি করে। এদের ফাঁদে পা দিয়ে অনেকে এখানে হয়েছে অবৈধ তেমনি অসংখ্য প্রবাসী হয়েছেন সর্বস্বান্ত।
সূত্র: আরব টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা