ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রশিক্ষণের সময় ভেঙে পড়েছে। শুক্রবার দুপুরে ভূটানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, নিহত দুজন হলেন, ভারতীয় সেনাবাহিনীর লে. কর্ণেল রজনিশ পার্মার এবং ভুটানিজ রয়াল আর্মির কালজাং ওয়াংডি।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারটি শুক্রবার দুপুর ১টায় ভুটানের ইউনফুলার কাছে ভেঙে পড়ে। হেলিকপ্টারটি বেলা ১১ টার পর রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে। এরপর সেটি যোগাযোগের বাইরে চলে গিয়েছিল।
হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশের খিরমু থেকে আকাশে উড্ডয়ন করে। এরপর দুপুর ১টার দিকে ইউনফুলার কাছে যোগাযোগ হারিয়ে ফেলে।
প্রসঙ্গত, চলতি বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ টি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন নিহত হন।
বিডি প্রতিদিন/কালাম