নাইজেরিয়ায় একটি স্কুল থেকে প্রায় তিনশ' শিশু-কিশোর উদ্ধার হয়েছে। হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর কাদুনার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ৫ বছর বয়সী শিশুও ছিল। খবর গার্ডিয়ান'র।
উদ্ধারকৃতরা জানায়, যৌন নিপীড়নসহ নানা ধরণের নির্যাতন চলতো তাদের ওপর। বেশিরভাগ সময়ই খাবার দেয়া হতো না। কতদিন ধরে এদের আটকে রাখা হয়েছে তা জানা যায়নি।
শিশুরা জানায়, ইসলামিক স্কুল জেনে তাদের এখানে ভর্তি করেছিল পরিবার। প্রায় সবার শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ভবনটিকে স্কুল হিসেবেই জানতেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/হিমেল