ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র হাইতিতে সরকারবিরোধী বিক্ষোভে শুক্রবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের রাস্তায় নামে কয়েক হাজার মানুষ। এদিন বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন কয়েকশো মানুষ।
এসময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকানে আগুন লাগানোর পাশাপাশি লুট করে নিয়ে যায়। হামলা চালায় স্থানীয় একটি পুলিশ স্টেশনেও। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে বিক্ষোভকারীদের। জ্বালানি সঙ্কট ও সরকারের দুর্নীতির কারণে প্রেসিডেন্ট জোভেনেলের বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার