শনিবার আমেরিকা থেকে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রবিবারই 'মন কি বাত'-এ এসে বক্তব্য রাখলেন তিনি। সেখানে জানালেন দেশে ই-সিগারেট বন্ধ করার নেপথ্যের কারণ। খবর এই সময়ের।
তিনি জানান, যুব সমাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদি বলেছেন, সরকার কোনওভাবেই চায় না দেশের যুব সমাজের কোনও ক্ষতি হোক। অথচ ই-সিগারেট ক্রমাগত সেই ক্ষতি করে চলেছিল। সেকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া রেডিও নিউজের পক্ষ থেকে ধূমপানের ক্ষতিকারক দিক নিয়ে একটি ট্যুইটও করা হয়েছে। আদতে সাধারণ তামাকের নেশা থেকে মুক্তি পেতে যুব সম্প্রদায়ের একটা বড় অংশ ই-সিগারেটের দিকে ঝুঁকছিলেন। কিন্তু তাদের বেশিরভাগই জানেন না, ই-সিগারেটের ক্ষতি আরও বেশি। ফলে যুব সম্প্রদায় আরও ক্ষতির মুখে পড়ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক