মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমাতে পরোক্ষভাবে আলোচনা শুরুতে পদক্ষেপ নিয়েছে সৌদি আরব ও ইরান। নিউইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমাতে ইরানি নেতৃত্বের সাথে আলোচনার জন্য ইরাক ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ।
১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুইটি তেলক্ষেত্রে হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের হুথিরা এ হামলার দায় শিকার করলেও ইরানই এ হামলার পেছনে কলকাঠি নেড়েছে বলে দাবি সৌদি ও যুক্তরাষ্ট্রের। ওই হামলার কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ৫ ভাগ কমে গেছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ইরাক ও পাকিস্তানের নেতাদের বলেছেন এ বিষয়ে হস্তক্ষেপ করতে।
তেলক্ষেত্রে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সৌদির পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিকভাবে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণে হতাশ সৌদি সে জন্য নিজেই এই দ্বন্দ্বের সমাধান বের করার পদক্ষেপ নিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা