ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হয়েছে এক শক্তিশালী অস্ত্র। ইসরায়েলের কাছ থেকে স্পাইক আন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়া'র।
এর ফলে দেশটির সেনাবাহিনী বিশ্বের যেকোনো ট্যাঙ্কের মোকাবেলা করতে পারবে বলে মনে করা হচ্ছে। গত ২৬শে ফেব্রয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ওই হামলার পরে প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই ফায়ার এন্ড ফরগেট স্পাইস এটিজেএম অস্ত্র কেনে ভারত।
২০২০ সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল এটিজিএম দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ডিআরডিও। গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে। তবে সেই অস্ত্র হাতে পাওয়ার আগে ইসরায়েলি ট্যাঙ্ক কিলারে আস্থা রাখছে ভারতীয় সেনাবাহিনী।
বিডি প্রতিদিন/হিমেল