ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের জুনাগড় এলাকার মালাস্কা গ্রামে। রবিবার সেখানে হঠাৎ বিকট শব্দে একটি ব্রিজ ভেঙে দুই ভাগ হয়ে গেছে।
ব্রিজ ভেঙে পড়ার সময় চারটি গাড়ি মুখ থুবড়ে একটির ওপর আরেকটি পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
পুলিশ ও গুজরাট সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটিতে ৫০০ মিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের ফাটল পাওয়া গেছে। এর মধ্যেই গত বেশ কয়েকদিন ধরে হওয়া প্রবল বৃষ্টির কারণে সেতুটি আরও দুর্বল হয়ে যায়। এর জেরেই গাড়ির ভার বহন করতে না পেরে শেষ পর্যন্ত ব্রিজটি ভেঙে পড়ে।
ব্রিজটি ভেঙে পড়ার পরপরই সড়কের পাশে জমিতে কাজ করা কৃষকরা উদ্ধার কাজে অংশ নেন। পরে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়।
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম