ভারতের পাঞ্জাব সীমান্তে ফের দেখা দিল পাকিস্তানি ড্রোন। গত সোমবার রাতে পাঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে মোট ৫টি ড্রোন দেখতে পায় বিএসএফ। এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি।
স্থানীয় পুলিশের সাহায্যে এই ড্রোনগুলির খোঁজ চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বিএসএফ সূত্রে জানা গেছে, ড্রোনগুলিকে পাকিস্তানের আকাশে চারবার ও ভারতীয় আকাশসীমায় একবার দেখা গেছে। ড্রোন ব্যবহার করে অস্ত্র বা মাদক পাচার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
খবর অনুযায়ী, হুসেইনওয়ালা সীমান্তের বিএসএফ পোস্টে সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। ওই সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ