পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নিজ দেশের ৫০০ দুর্নীতিবাজকে চিহ্নিত করে পাকিস্তানের কারাগারে পাঠাবেন।
মঙ্গলবার চীনের বাণিজ্য সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) অনুষ্ঠানে ইমরান খান এ ইচ্ছার কথা প্রকাশ করেন।
তিনি বলেন, আমি শুনেছি, পাঁচ বছরে তিনি (শি) মন্ত্রী পর্যায়ের প্রায় ৪০০ কর্মকর্তাকে দুর্নীতি মামলায় অভিযুক্ত করেছেন এবং তাদের জেলে ঢুকিয়েছেন। আমি প্রেসিডেন্ট শি’র উদাহরণকে অনুসরণ করব এবং ৫০০ দুর্নীতিগ্রস্তকে পাকিস্তানের কারাগারে ঢুকাব।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ