মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেছেন, তার সরকার দেশে ‘বিশৃংখলা’ ছড়ানোর সুযোগ দেবে না।
প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভ হওয়ার পর তিনি এ কথা বললেন।
মঙ্গলবার মাদবৌলি আরো বলেন, ‘মিসরের জনগণ তাদের দেশে আবারো বিশৃংখলাপূর্ণ পরিস্থিতি মেনে নেবে না। তিনি পরোক্ষভাবে ২০১১ সালের আন্দোলনের কথা উল্লেখ করেন যে আন্দোলনে দীর্ঘ দিনের স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন।
স্পেনে নির্বাসিত এক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির ব্যাপারে প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীকে অভিযুক্ত করার পর এ অস্বাভাবিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। ওই সময় বিভিন্ন বিক্ষোভ-সমাবেশ থেকে দ্রুত ক্ষমতা ছেড়ে দিতে সিসির প্রতি আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন