সিরিয়ার উত্তরাঞ্চলের নিরাপদ এলাকা প্রতিষ্ঠায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তুরস্ক। গত ৯ অক্টোবর থেকে এ অভিযান শুরু করে তুরস্ক। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে কুর্দিদের ঐ এলাকা থেকে সরে যেতে পাঁচ দিনের সময় দেয় আঙ্কারা।
এরপর গত মঙ্গলবার ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের চুক্তি হয়। চুক্তির পর সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে ৩০০ সামরিক পুলিশ পাঠাল রাশিয়া।
চুক্তি অনুযায়ী, রুশ সামরিক পুলিশ এবং সিরীয় সীমান্ত রক্ষীরা আগামী মঙ্গলবারের মধ্যে সব কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে তুর্কি সীমান্তের ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দিবে। এর জন্য সিরিয়ার অভ্যন্তরে অন্তত ৩০ কিলোমিটার ভেতরে ওয়াইপিজি গেরিলাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করবে মস্কো ও দামেস্ক।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াইপিজি মিলিশিয়া প্রত্যাহার বা সরে যাওয়া পর্যবেক্ষণ করবে রুশ সামরিক পুলিশ। ষষ্ঠ দিন থেকে রুশ ও তুর্কি সেনারা যৌথভাবে সিরিয়ার ১০ কিলোমিটার ভেতরে টহল দেবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ