সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় একটি গোপন আস্তানায় বাগদাদি লুকিয়ে ছিলেন।
স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকার সেই আস্তানায় মার্কিন বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। খবর সিএনএন’র।
অভিযানে নিহত বাগদাদি বলে সন্দেহ করা সেই ব্যক্তির মৃতদেহ মার্কিন বাহিনীর হাতে রয়েছে। তবে মৃতদেহের ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার পর তা বাগদাদির বলে নিশ্চিত করবে মার্কিন প্রশাসন। এ কারণে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।
এর আগেও একাধিকবার বাগদাদিকে হত্যার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরে জানা যায় তিনি মারা যাননি। তবে এবারের দাবিটি আগের তুলনায় অনেক জোরালো বলে মনে করা হচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/কালাম