পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে পুরো দেশে ছড়িয়ে পড়ছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চ বিক্ষোভ। বিক্ষোভের নেতৃত্বদানকারী মাওলানা ফজলুর রহমান 'প্ল্যান-বি'র আওতায় এবার দেশটির সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান গতকাল বুধবার সন্ধ্যায় অবস্থানের ১৪তম দিনে আজাদি মার্চ সমাপ্তির ঘোষণা দেন। এসময় দেশবাসীকে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘প্ল্যান-এ’র আওতায় আমরা এতদিন ইসলামাবাদে অবস্থা করেছি। অযোগ্য সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। এজন্য ‘প্ল্যান-বি’র আওতায় এখন সারাদেশ অচল করে দেওয়া হবে।
তবে মাওলানা ফজলুর রহমানের ঘোষণার আগে থেকেই জমিয়ত কর্মীরা সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে দখলে নিয়েছে। গতকাল বুধবার দুপুরের পর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কগুলো নিয়ন্ত্রণ করে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ