ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আচরণে ব্যথিত হয়েছেন তার সাবেক প্রেমিকা মার্কিন ব্যবসায়ী জেনিফার আরকুরি। তাকে নিষ্ঠুরভাবে দূরে ঠেলে দিয়েছেন বলে জেনিফার এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন। জেনিফারের দাবি, সাবেক প্রেমিকের এমন আচরণে তার হৃদয় ভেঙে গেছে। ১৭ নভেম্বর ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
বরিস ও জেনিফারের চার বছরের সম্পর্ক সামনে আসতেই নানা বিতর্ক তৈরি হয়েছে। রবিবার আইটিভি এক্সপোজারের সাথে সাক্ষাৎকারে সাংবাদিক জন ওয়ারকে প্রযুক্তি উদ্যোক্তা জেনিফার বলেন, ডাউনিং স্ট্রিটে কল করলেও বরিস তার ফোন ধরতে অস্বীকৃতি জানিয়েছেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
বরিসের উদ্দেশ্যে জেনিফার বলেন, তুমি আমার সাথে এমন আচরণ করছো যেন আমি তোমার এক রাতের সঙ্গী ছিলাম বা এমন কেউ যাকে তুমি বার থেকে তুলে নিয়েছো। আমি বিশ্বস্ত ছিলাম, তোমার বন্ধু ছিলাম। তোমার সবকিছু আমি গোপন রেখেছি, সবকিছুতে সমর্থন দিয়েছি। আমি বুঝতে পারছি না কেন তুমি আমাকে ব্লক করেছো এবং এড়িয়ে যাচ্ছ।
বিডি প্রতিদিন/ফারজানা