মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়ালমার্টের স্টোরে বন্দুকধারীর হামলায় ৩ জনের প্রাণহানি হয়েছে। সোমবার ওকলাহোমার ডানকানে এই ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটর পোস্ট এর।
ডানকান পুলিশের প্রধান ড্যানি ফোর্ড জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে স্টোরের বাইরের একটি গাড়ির দুই যাত্রী প্রাণ হারান। তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে পার্কিং লটে। তবে বন্দুকধারীর পরিণতি সম্পর্কে কিছু জানা যায়নি।
এই ঘটনার জেরে শহরের সমস্ত স্কুলের দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে যাতে কেই স্কুলের ভেতরে ঢুকতে না পারে তা নিশ্চিত করে প্রশাসন। তবে কিছুক্ষণের মধ্যে অবশ্য সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, বাইরে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটলেও ওয়ালমার্টের স্টোর বন্ধ রাখা হয়নি। এমনই জানিয়েছেন স্টোরের ম্যানেজার। এমনকী এই ঘটনার প্রভাব স্টোরের স্বাভাবিক কাজকর্মের ওপরে পড়েনি বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক