১৯ নভেম্বর, ২০১৯ ০৯:৫২

ইরাক-আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি

অনলাইন ডেস্ক

ইরাক-আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি

ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের ‘যুদ্ধাপরাধের’ ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিবিসি’র প্যানোরামা প্রোগ্রাম ও ‘সানডে টাইমস’ পত্রিকার অনুসন্ধানে ধামাচাপার বিষয়টি বেরিয়ে আসার পর ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো এমন তদন্ত করতে পারে আইসিসি। 

বিবিসি প্যানোরমা অনুষ্ঠানে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ইরাক ও আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনী বহু বেসামরিক মানুষকে হত্যা করেছে। কিন্তু রাষ্ট্র ও সেনাবাহিনী তা ধামাচাপা দিয়েছে।

আইসিসি বলেছে, তারা ওই তথ্যপ্রমাণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব অভিযোগ অপ্রমাণিত। এ বিষয়ে মন্ত্রণালয় আইসিসিকে পূর্ণ সহযোগিতা করছে। 

এদিকে, অনুসন্ধানী দলের কাছে খোদ ১১ ব্রিটিশ গোয়েন্দা জানিয়েছেন, এ ব্যাপারে গ্রহণযোগ্য প্রমাণ তারা পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এ গোয়েন্দারা মনে করেন, ওইসব হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সেনাদের বিচারের মুখোমুখি করা উচিত। যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ়ভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর