অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মুখে বলিভিয়ার রাজধানী লা পাজে খাদ্য ও জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা শহরের মূল সড়ক ও হাইওয়ে বন্ধ করে দিয়েছে। সে জন্য এ ঘাটতি দেখা দিয়েছে।
বিক্ষোভের কারণে জনসাধারণের ভোগান্তি বেড়েছে। রেশনের খাবার সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। রাজধানী লা পাজের ২৩ মাইল দক্ষিণে সেনেকাতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে তিন জন মারা গেছে।
গত ২০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন দেশটির দীর্ঘ সময়ের শাসক ইভো মোরালেস (৬০)। নির্বাচনী কারচুপির অভিযোগে তুমুল বিক্ষোভের মুখে ১০ নভেম্বর পদত্যাগের পর মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন দেশটির প্রথম আদিবাসী এ নেতা। এরপর থেকে তার দেশের ফেরার এবং সড়ক থেকে সেনাবাহিনী তুলে নেয়ার দাবিতে মোরালেসের সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা