শিরোনাম
২০ নভেম্বর, ২০১৯ ১১:১৬

তুরস্কের ভূমধ্যসাগরীয় মহড়ায় সঙ্গী হচ্ছে পাকিস্তানসহ ৯ দেশ!

অনলাইন ডেস্ক

তুরস্কের ভূমধ্যসাগরীয় মহড়ায় সঙ্গী হচ্ছে পাকিস্তানসহ ৯ দেশ!

ফাইল ছবি

পাকিস্তানসহ ৯টি মিত্র দেশ তুরস্কের নেতৃত্বাধীন ভূমধ্যসাগরীয় আন্তর্জাতিক সামরিক প্রতিরক্ষা মহড়ার সঙ্গী হচ্ছে। এসব দেশ তুরস্কে সঙ্গে সামরিক মহড়ায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

দেশগুলো হল- আলবেনিয়া, আজারবাইজান, আলজেরিয়া, জর্জিয়া, লিবিয়া, লেবানন, তিউনেশিয়া ও জর্ডান।

এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহড়া চলাকালীন এসব দেশ তুরস্কের সঙ্গে ভূমধ্যসাগরীয় আন্তর্জাতিক সামরিক প্রতিরক্ষা মহড়ায় অংশগ্রহণের ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আসন্ন মহড়ায় যোগ দিতে পাকিস্তানের নৌবাহিনীর রণতরী (পিএনএস) আলমগীর, নৌমহড়ার জন্য বিমান এবং নৌবাহিনীর বিশেষ বাহিনী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের নৌবাহিনীর ভূমধ্যসাগরীয় প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দেশটিতে এসে পৌঁছেছে বলে খবরে প্রকাশ করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর