রাজধানী দামেস্কে হামলার আগেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে সিরিয়া। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা সানা।
মঙ্গলবার মধ্যরাতের পর সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল যার অধিকাংশকে ধ্বংস করে দেয় সিরিয়া। তবে ইসরায়েলের হামলায় দুই বেসামরিক মানুষ নিহত এবং দুই জন আহত হয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ইসরায়েলের সামরিক যুদ্ধবিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় অধীকৃত গোলান ও লেবাননের মার্জ আল-ইয়ুনে। দামেস্ককে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তৎক্ষনাৎ সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার জবাব দেয় এবং লক্ষ্যবস্তুতে হামলার আগেই তাদের ভূপাতিত করে।
বিডি প্রতিদিন/ফারজানা