ভারতের ঝাড়খন্ডে মাওবাদীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে ঝাড়খন্ডের লাতেহারে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। খবর টাইমস অব ইন্ডিয়া'র।
খবরে বলা হয়, স্থানীয় থানার কাছেই হামলা চালায় মাওবাদী স্কোয়াড। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো তারায়। কমপক্ষে ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি চালিয়েছে মাওবাদীরারা। অপরদিকে পুলিশও গুলি চালায়। দু'পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। পরে এক পুলিশ কর্মকর্তা ও তিন পুলিশ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল