চীনের হয়ে গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের দায়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক গোয়েন্দাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ভার্জিনিয়ার একটি আদালত।
এর আগে অভিযোগের দায় স্বীকার করে চলতি বছরের মে মাসে জবানবন্দি দিয়েছিলেন তিনি।
আলেক্সান্ডারিয়ার ফেডারেল আদালতে ৫৫ বছর বয়সী জেরি চুন শিং লিকে এই সাজা দেওয়া হয়েছে।
তবে অপরাধের মাত্রা নিয়ে কৌসুঁলি ও বিবাদীর আইনজীবীদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। ২০০৭ সালে সিআইএ’র চাকরি ছাড়েন লি। এরপর তিনি হংকংয়ে যান।
কয়েক বছর পরে ২০১০ সালে দুই চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে তিনি দেখা করেন। সেখানে তাকে এক লাখ ডলার দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
সিআইএ অফিসার হিসেবে তিনি যেসব তথ্য জানেন, তা চীনকে সরবরাহ করা হলে তার সারা জীবনের দায়িত্ব নেয়ার কথাও জানিয়েছেন ওই চীনা কর্মকর্তারা। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম