ফিলিস্তিনের নির্বাসিত রাজনীতিবিদ মোহাম্মদ দাহলানকে ধরিয়ে দিলে বা তাকে গ্রেফতারে তথ্যগত সহায়তার জন্য প্রায় ৬ কোটি টাকা (৭ লাখ ডলার) পুরস্কার ঘোষণা করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোইলু দেশটির হুররিয়াত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে সংশ্লিষ্ট থাকার কারণে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ দাহলানের নাম সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করবে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোইলু জানান, দাহলানকে গ্রেফতারে সহায়তা ও তথ্য সরবরাহকারীদের জন্য প্রায় ৭ লাখ ডলার পুরস্কার নির্ধারিত হয়েছে।এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আলজাজিরার সঙ্গে একান্ত সাক্ষাত্কারে মোহাম্মদ দাহলানকে একজন সন্ত্রাসী এবং ইসরাইলের এজেন্ট হিসেবে অভিহিত করেছেন।
২০০৭ সালে নবনির্বাচিত হামাস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন দাহলান। সাবেক ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার