হংকংয়ে চলমান আন্দোলনের মধ্যেই স্থানীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোট গ্রহণ। শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
চারশোরও বেশি কাউন্সিলর নির্বাচিত হবেন এই ভোটের মাধ্যমে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ শ জনেরও বেশি প্রার্থী। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা হংকংবাসীকে এই নির্বাচনে কোনও ধরনের বিশৃঙ্খলা না করতে অনুরোধ জানিয়েছে। বেইজিংকে কড়া বার্তা দিতেই এই আহ্বান। বর্তমান স্থানীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা আছে বেইজিংপন্থিদের। এবার কাউন্সিলে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর আশা করছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ