ভূমধ্যসাগরের একটি দ্বীপের কাছে অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনায় ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার ওই নৌকাটি ডুবে যায়। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতালির সিসিলি অঞ্চলের দক্ষিণে ল্যাম্পিদুসা দ্বীপের কাছে শনিবার দিনের শেষ দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু রয়েছে। তাদের ল্যাম্পিদুসা বন্দরে আনা হয়েছে।
ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপ থেকে উত্তর আফ্রিকা উপকূল কাছাকাছি, তাই দেশত্যাগী এই অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথম এই দ্বীপে এসে পৌঁছানোর চেষ্টা করে।
বিডি প্রতিদিন/ফারজানা