যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হংকংকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। তিনি হস্তক্ষেপ না করলে মাত্র ১৪ মিনিটে হংকং ধ্বংস হয়ে যেত। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এমনই বিস্ফোরক দাবি করেছেন।
ট্রাম্প বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি চিনপিং হংকংয়ের গণতন্ত্রপন্থীদের আন্দোলন থামাতে হংকংয়ে সেনা পাঠাতে চেয়েছিলেন; কিন্তু আমি চিনপিংয়ের সঙ্গে কথা বলে তাঁকে এমন সিদ্ধান্ত থেকে দূরে রাখতে সমর্থ হই। যদি আমি এটি না করতাম তাহলে হংকং ১৪ মিনিটে নিশ্চিহ্ন হয়ে যেত।’
আমি বারণ না করলে চীন হংকং বিক্ষোভের বিরুদ্ধে নির্দয়ভাবে জবাব দিত, এই প্রক্রিয়ায় হাজারও মানুষের নিহত হওয়ার সম্ভাবনা ছিল। শি পদক্ষেপ নিচ্ছে না, কারণ আমি বলেছি এটা আমাদের বাণিজ্য চুক্তিকে ক্ষতি করতে যাচ্ছে যেটা আপনি করতে চান না বলেও ট্রাম্প দাবি করেন।
বিডি-প্রতিদিন/শফিক