ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরে গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকালে অন্তত ৪৭ জন আহত হয়েছে। রবিবার হাসপাতাল সূত্র এ খবর জানিয়েছে।
সরকার বিরোধী বিক্ষোভের কারণে শহরটির স্কুল ও সেতুসমূহ বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষোভকারীরা টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ ও সরকারি অফিসসমূহ অবরুদ্ধ করে রেখেছে।
ইরাকের দক্ষিণাঞ্চল মূলত কৃষিপ্রধান এলাকা। এখানে তৃণমূল পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ সরকারের সামগ্রিক পদ্ধতির সংস্কার বিক্ষোভকারীদের অন্যতম দাবি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম