আগামী ২৭ নভেম্বর শ্রী হরিকোটা থেকে ভারতীয় মহাকাশ গবেষনা কেন্দ্র (ইসরো) আমেরিকার ১৩টি উপগ্রহসহ এক সাথে ১৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে। ২৭ মিনিটের মধ্যেই ১৪টি উপগ্রহ একসাথে উৎক্ষেপণ করবে ইসরো।
অনুমান করা হচ্ছে, এতে ভারত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করবে আমেরিক থেকে। সূত্রের খবর, ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার রকেট বন্দরের দ্বিতীয় রকেট লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর এই মহাকাশযানটি।
মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে পিএসএলভি-এক্সএল ভেরিয়েন্ট। শোনা যাচ্ছে, ১,৬২৫ কেজি ওজনের ভারতীয় উপগ্রহ কার্টোস্যাট-৩ সহ ১৩ টি মার্কিন ন্যানো উপগ্রহ মহাকাশে নিয়ে যাবে পিএসএলভি।
বিডি-প্রতিদিন/শফিক