মিয়ানমার চীনের বন্ধু হলেও রোহিঙ্গা ইস্যুতে চীনের কোন পক্ষপাত নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
রবিবার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধান শীর্ষক সেমিনারে সাংবাদিকদের তিনি একথা জানান।
চীনের রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজছে চীন। রোহিঙ্গা সংকট সমাধানে গত দুই বছর যাবৎ দুই দেশের সঙ্গে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন।
তিনি বলেন, অনেকেই মনে করে মিয়ানমারে চীনের বাণিজ্যিক স্বার্থ রয়েছে কিন্তু এটা ঠিক নয়। বরং চীন সকল প্রতিবেশির স্বার্থ রক্ষা করে চলে।
বিডি প্রতিদিন/আরাফাত