ইরানের রিভল্যুশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটে রেখেছে ইরান। আইআরজিসির জ্যেষ্ঠ এক কমান্ডার এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মিরর।
খবরে বলা হয়, আইআরজিসি কমান্ডার ঘোলামালি আবু হামজেহ বলেছেন, ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ আমেরিকান টার্গেটগুলো অনেক আগেই ইরান চিহ্নিত করে রেখেছে। তবে কোনো বিশেষ টার্গেটের নাম উল্লেখ করেননি তিনি।
তিনি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫টি স্থাপনা, এমনকি তেল আবিব (ইসরাইলের) আমাদের হামলার আওতায়।
কমান্ডার ঘোলামালি আবু হামজেহ ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের আইআরজিসি কমান্ডার। কেরমান সোলাইমানির জন্মভূমি। রবিবার (০৫ জানুয়ারি) এখানেই সোলাইমানির দাফন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল