কাসেম সোলেইমানির হত্যার পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা সোলেইমানিকে হত্যা করেছি। সব দিক থেকেই তিনি ছিলেন বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। এই ব্যক্তি অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। এবার আমরা তাকে হত্যা করলাম। ট্রাম্প আরও বলেন, ডেমোক্রেটরা তার পক্ষ নিয়ে সাফাই গাইতে চায়। এটা আমাদের জন্য লজ্জাজনক।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে সোলেইমানিকে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন