ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিট অনুমোদন করছে ইউরোপীয় পার্লামেন্ট। ফলে ৩১ জানুয়ারি ইইউ থেকে চূড়ান্ত বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় বুধবার বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ব্রেক্সিট আইন বাস্তবায়নের জন্য ইইউ পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টে ব্রেক্সিটের পক্ষেই ভোট দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ পার্লামেন্ট সদস্যদের বিতর্কের পর ৭৫১ প্রতিনিধির মধ্যে ৬২১ জন ব্রেক্সিটের পক্ষে এবং ৪৯ জন বিপক্ষে ভোট দেন। বাকিরা ভোটদানে বিরত ছিলেন।
চুক্তি ব্রেক্সিট অনুমোদনের পর পার্লামেন্টের সদস্যরা (এমইপি) স্কটিশ ভাষায় রচিত বিদায়ী সংগীত ‘অল্ড লাং জাইন’ গেয়ে যুক্তরাজ্যকে বিদায় জানান।
এর আগে, গত ২১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে আনা একটি বিল বড় ভোটের ব্যবধানে পাস করেন এমপিরা। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার করা বিলটির পক্ষে পার্লামেন্টে ভোট দেন ৩৫৮ জন। আর বিপক্ষে ভোট দেন ২৩৪ জন।
দীর্ঘ ৪৭ বছর পর ইইউ যুক্তরাজ্যের ইইউর সদস্যপদ বাতিল হবে। ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউ সদস্য হয় যুক্তরাজ্য। ২০১৬ সালের ২৩ জুন এক গণভোটের আয়োজন করে যুক্তরাজ্য। সেখানে দেশটির নাগরিকদের কাছে জানতে চাওয়া হয়েছিল-যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা উচিত নাকি উচিত না।
৫২ শতাংশ ভোট পড়েছিল ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে আর থাকার বিপক্ষে ছিল বাকি ৪৮ শতাংশ ভোট। কিন্তু সেই ভোটের ফলাফলের সাথে সাথেই ব্রেক্সিট হয়ে যায়নি। এখন এর চূড়ান্ত বিচ্ছেদ ঘটবে আগামী ৩১ জানুয়ারি।
আগামী শুক্রবার ব্রাসেলসের স্থানীয় সময় রাত ১২টায় (২৩:০০ জিএমটি) যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে। ব্রেক্সিট হওয়ার আগে চুক্তি অনুমোদন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ ছিল ইউরোপীয় পার্লামেন্টের এ ভোট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন