চীনের ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।
এদিকে বিশেষ সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ। এ পর্যন্ত যত জন এই চীনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন, তার ৮০ শতাংশের বয়স আবার ৬০ বছর। কেন ৬০ বছর বয়সিরাই সবচেয়ে বেশি এই ভাররাসে মারা যাচ্ছেন, তা আরও বেশি করে গবেষণার দাবি রাখে।
এ ব্যাপারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জিয়াও ইয়াহুই জানান, মৃতদের সংখ্যা গরিষ্ঠই কিন্তু পুরুষ। দুই-তৃতীয়াংশই পুরুষ। সেখানে মহিলা এক-তৃতীয়াংশ। আবার যত জন মারা গিয়েছেন, তাঁর ৮০ শতাংশেরই বয়স ষাটের আশপাশে। আরও দেখা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭৫ শতাংশেরই কোনও না কোনও অসুখ ছিল। হয় হার্টের অসুখ, কারও আবার ডায়াবেটিস, কেউ ভুগছিলেন টিউমারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ