চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ৪৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে দুজন মারা গেছে। করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫০৫ জন এর মধ্যে শুধু চীনেই ২৪ হাজার ২৯২ জন। খবর গার্ডিয়ানের।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৮৯২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ভাইরাস সংক্রমণের পর সুস্থ হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১২৫ জন হুবেই প্রদেশের।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পরে করোনাভাইরাস।
বিডি প্রতিদিন/ফারজানা