ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০। এছাড়া বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ খাদ্যনালীর মাধ্যমেও ঘটতে পারে। রোগীর মল এবং পায়ু থেকে নেওয়া নমুনায় এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন চীনের চিকিৎসা বিজ্ঞানীরা।
তারা দেখতে পেয়েছেন, এ ভাইরাসে আক্রান্ত কোনও কোনও রোগীর প্রাথমিক পর্যায়ে জ্বর দেখা দেয়নি, বরং তাদের দেখা দিয়েছিল ডায়রিয়া।
এ ব্যাপারে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উহান বিশ্ববিদ্যালয়ের রেনমিন হাসপাতাল এবং চীনের সায়েন্স একাডেমির উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি এই গবেষণা করে। প্রতিবেদনে বলা হয়, যদি এমনটিই হয়ে থাকে তাহলে হাঁচি-কাশি নয়, বরং হয়ত মুখ পথে খাদ্যনালীর মাধ্যমে করোনাভাইরাসের শিকার হয়েছেন এ সব রোগী। এছাড়া, এমন রোগীদের প্রথমে জ্বরও দেখা দেয়নি।
এই ভাইরাসের কারণে ১০ থেকে ২০ শতাংশ রোগীর প্রথমে ডায়রিয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম আক্রান্ত রোগীরও ডায়রিয়া হয়েছিল।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/ ওয়াসিফ