অনেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলো বিশ্ব মিডিয়া। তার বিচিত্র কাণ্ডকারখানা, একগুঁয়ে ব্যক্তিত্ব এবং কথা বলার ভঙ্গির জন্য বহুবার তাকে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। এবার জাতীয় সংগীত পরিবেশনের সময়ে ট্রাম্পের অদ্ভুত আচরণ নিয়ে নতুন সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ ট্রাম্পকে এসময় হাত দিয়ে এমন ইশারা করতে দেখা গেছে যে, যেন তিনি অর্কেস্ট্রা বাজাচ্ছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ঘটনার সময় মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেও তার সঙ্গেই ভিডিওতে দেখা যায়। এই সংগীত পরিবেশনের সময় তিনি একদম সোজা দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, জাতীয় সংগীতকে সম্মান জানাতে নিজের বাঁ হাত বুকের ওপর রেখেছেন তিনি। তবে মেলানিয়ার পাশেই দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করেছেন ট্রাম্প। এক টুইটে প্রতিনিধি পরিষদের এক সদস্য বলছেন, একজন কনসার্ট মাস্টারের মতোই দ্রুতগতিতে হাত নাড়ছিলেন কালো স্যুট ও লাল টাই পরিহিত ট্রাম্প।
রোড আইল্যান্ডেরি কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন বলেন, যারা এটিকে দেশপ্রেমিক হওয়ার দাবি করেন, (পুলিশি বর্বরতার প্রতিবাদ জানানোয় যিনি এনএফএল খেলোয়াড়দের সমালোচনা করেছেন), এটি দেখে কী মনে হচ্ছে না যে, ডোনাল্ড ট্রাম্প জাতীয় সংগীতকে খুব সম্মান করেন! এরপরই একটি টুইট করেছেন ব্র্যায়ান টেইলর কোহেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে দেখা যাচ্ছে তাকে। তিনি লিখেছেন– জাতীয় সংগীতের সঙ্গে মশকরা করতে দেখা গেছে ট্রাম্পকে। আমরা আশা যে, এ বিষয়টির কড়া ভাষায় নিন্দা করা হবে।
শুধু প্রশাসন ও রাজনীতিবিদরাই এ ঘটনায় ট্রাম্পের সমালোচনা করেননি, অনেক সাধারণ মার্কিনিরাও ক্ষোভ প্রকাশ করেছেন। টুইটারে এ নিয়ে বইছে নিন্দার ঝড়। অনেকেই ট্রাম্পের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এ ঘটনায় মোটেও অবাক হননি। কারণ এই ধরনের নিন্দনীয় ঘটনায় প্রায়ই ঘটান ট্রাম্প। সূত্র : বিজনেস ইনসাইডার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক