সংসদে মোদির তীব্র কটাক্ষের মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবে বৃহস্পতিবার বক্তব্যের মধ্যেই রাহুল গান্ধীকে টিউবলাইট বলে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির বক্তব্যের বিরোধিতায় রাহুল উঠে দাঁড়িয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রী তার কথা অবজ্ঞা করে উল্টে নাম না করে কটাক্ষ করেন, টিউবলাইটের এমনই অবস্থা হয়। ৩০ মিনিট বলার পর কারেন্ট লাগল। রাহুল বনাম মোদির কথার লড়াইয়ে এর আগেও সাক্ষী লোকসভা।
শুধু প্রশ্নোত্তর ভাষণের বিরোধিতার জবাব নয়, বুধবার নির্বাচনী জনসভায় রাহুলের করা মন্তব্যের জবাবও এদিন দেন মোদি। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে রাহুল বলেন, ‘কাজ নেই। দেশের যুবকরা লাঠিপেটা করবেন প্রধানমন্ত্রীকে।’
দিল্লির ভোটপ্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে লোকসভায় নরেন্দ্র মোদির রসিকতা, লাঠিপেটা খেতে বাড়তি সূর্যপ্রণাম করে শরীর বানাচ্ছেন।’ এই কথা শেষ না হতেই প্রতিবাদে নিজের বক্তব্য রাখতে উঠে দাঁড়ান রাহুল।
কিন্তু তার কথা না শুনেই ফের মোদির কটাক্ষ, আমি গত ৩০ মিনিট ধরে কথা বলে চলেছি। এতক্ষণে কারেন্ট লাগল। টিউবলাইট অবশ্য এমনই হয়।
মোদি-রাহুলের কথার লড়াই বারবার দেখেছে ভারত। এবার নতুন নয়। লোকসভা ভোটের অনেক আগে থেকেই দুই নেতার তুমুল কথার লড়াই বেঁধে যায়। লোকসভায় অনাস্থা প্রস্তাবে আলোচনার সময় রাহুল গান্ধী সংসদের কাজ চলাকালে মোদিকে আলিঙ্গন করেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দফায় লোকসভায় শেষ বক্তব্যেও সেই প্রসঙ্গ তোলেন মোদি।
বিডি প্রতিদিন/আরাফাত