ভারতের উত্তর প্রদেশের রাজ্য সরকার জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতায় ৮৮৩ গ্রেফতার হয়েছেন। এলাহাবাদ হাই কোর্টকে সোমবার তারা এ তথ্য জানায়। ২০ ও ২১ ডিসেম্বর ওই সহিংসতায় প্রাণ হারায় ২২ ব্যক্তি এবং আরও ৮৩ জন আহত হন।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের আচরণ নিয়ে হওয়া এক শুনানিতে এসব তথ্য উপস্থাপন করা হয়।
উত্তর প্রদেশ সরকারের মনিশ গোয়েল বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৬১ জন জামিন পেয়েছেন এবং ৩২২ জন এখনো কারাগারে।
সহিংসতায় ৪৫ জন পুলিশ ও সরকারি কর্মকর্তাও আহত হন।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা