১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:০২

কাবা শরিফের নকল গিলাফ তৈরির কারখানার সন্ধান, ২০ প্রতারক গ্রেফতার

অনলাইন ডেস্ক

কাবা শরিফের নকল গিলাফ তৈরির কারখানার সন্ধান, ২০ প্রতারক গ্রেফতার

ফাইল ছবি

কাবা শরিফের নকল গিলাফ তৈরির কারখানা ও সরঞ্জামসহ প্রতারক চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে সৌদি আইন-শৃঙ্খলা বাহিনী। 

সৌদি পুলিশ একটি বিল্ডিং থেকে ভুয়া কিসওয়া তথা কাবা শরিফের নকল গিলাফসহ ২০ প্রতারককে গ্রেফতার করেছে। তারা এশিয়ার কয়েকটি দেশের নাগরিক বলে জানা যায়। এ প্রতারক চক্রের সঙ্গে নারী সদস্যও রয়েছে বলে জানা যায়।

পুলিশের তথ্য মতে জানা যায়, সৌদি আরবে এ ধরনের কয়েকটি গ্রুপ গোপনে নকল গিলাফ তৈরি করে মানুষের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এ প্রতারক চক্রকে ধরতে সৌদি পুলিশের বিশেষ একটি টিম কাজ করছে।

প্রতারক চক্রের এ ধরনের কাজ মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। কত নিকৃষ্ট এ প্রতারকচক্র! যারা আল্লাহর ঘরের গিলাফ নিয়েও প্রতারণামূলক জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর