২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:০৩

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল কলকাতা, দিল্লিতে নিহত বেড়ে ৪

অনলাইন ডেস্ক

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল কলকাতা, দিল্লিতে নিহত বেড়ে ৪

ট্রাম্পের সফরের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৪জন নিহত হয়েছেন। নিহত পুলিশের নাম রতন লাল।

এছাড়া আহত মুহাম্মদ ফুরকান নামে এক সাধারণ নাগরিক হাসপাতালে মারা গেছেন। সংঘর্ষে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সোমবার বিকালে সেখানেই তার মৃত্যু হয়। 

এছাড়া আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ উত্তর-পূর্ব দিল্লির ১০টি অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার দুই দিনের সফরে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে লেখা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে রওনা দেয়। মিছিলটি পার্ক স্ট্রিটের কাছে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

কলকাতা ছাড়াও দেশটির বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই কলকাতাসহ বিভিন্ন জেলায় ট্রাম্পবিরোধী বিক্ষোভের আয়োজন করে। বিকেলে কলকাতার ধর্মতলায় তারা এক সমাবেশ করে।

এছাড়া সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে দুই দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারাও ধ্বনি তুলেছে ‘গো-ব্যাক ট্রাম্প’।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর