২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:১৮

তুরস্কের হামলায় সিরিয়ার নয় সেনা নিহত

অনলাইন ডেস্ক

তুরস্কের হামলায় সিরিয়ার নয় সেনা নিহত

সিরিয়ায় তুর্কি সেনাদের ট্যাংক বহর

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত নয়জন সিরিয় সেনা নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সোমবার তুর্কি সেনাদের গোলাবর্ষণে সারাকেব শহরে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়, বাকি তিনজন মারা গেছে নাইরাব শহরের কাছে। তুর্কি সমর্থিত গোষ্ঠী নাইরাব শহর পুনর্দখল করেছে। এ শহর পুনর্দখলের পর সেখান থেকে সারমিন শহরে সিরিয় সেনাদের অবস্থানে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করে।

সারাকেব হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ এম-ফোর এবং এম-ফাইভ মহাসড়কের সংযোগকারী শহর। সারাকেব শহরটি গত ৮ ফেব্রুয়ারি থেকে সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, সামরিক অভিযানের সময় দু'পক্ষে একশর বেশি যোদ্ধা নিহত হয়েছে। এরমধ্যে সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর ৪১ জন এবং ৫৩ জন সন্ত্রাসী রয়েছে। তবে ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনী আরও বেশ কিছু নতুন এলাকা সন্ত্রাসী মুক্ত করেছে। সূত্র: পার্সটুডে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর