ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন ইতালিতে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির থাবায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইতালিতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩২২ জন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইতালি মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর রোমে সংবাদ সম্নেলনে এসব তথ্য তুলে ধরেন দেশটির ন্যাশনাল সিভিল প্রোটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত ইতালির পাঁচটি অঞ্চলে কভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইতালিতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৩২২ এবং পরিসংখ্যানের অন্তর্ভুক্ত মোট মৃত্যুর সংখ্যা এখন ১১ জন।
বিডি প্রতিদিন/হিমেল