২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৭

দিল্লির সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ১৮, আহত ২৫০

অনলাইন ডেস্ক

দিল্লির সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ১৮, আহত ২৫০

ইন্ডিয়া গেটে শান্তিপূর্ণ সমাবেশ

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-দক্ষিণাঞ্চলে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। সংঘর্ষে ২৫০ জন আহত হয়েছে। আজ নয়াদিল্লীর গুরু তেজ বাহাদুর হাসপাতালের এক কর্মকর্তা জানান, বুধবার সকালে ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। সহিংসতা সাম্প্রদায়িক রূপ নিয়েছে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। 

ভারতের রাজধানীতে এ সহিংসতাকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেয়া হয়েছে। সোমবার যা ভয়াবহ রূপ নেয়।  নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। দুই দলের লোকজনই তরবারি, পাথ ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করছেন এবং ঘরবাড়ি ও যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছেন। 

সহিংসতায় পুলিশের হেড কনস্টেবল রতন লাল প্রাণ হারিয়েছেন। এতে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ ও কারাবাল নগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  এসব এলাকায় বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর