বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ইস্যুতে সহিংসতার আগুন জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। অনাকাঙ্ক্ষিত এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। গোটা দিল্লিতে বিরাজ করছে থমথমে অবস্থা।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজের আগে স্থানীয় গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে সহিংসতার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাট্টনায়েককে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, সহিংসতার সময় দিল্লি পুলিশের প্রতি মানুষের বিশ্বাস ছিল না। এমনকি, দিল্লি পুলিশ কমিশনারের ভাবমূর্তিও খুব ভালো ছিল না।
সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে গত রবিবার থেকে শুরু হওয়া এই সহিংসতা থামাতে দিল্লি পুলিশের ভূমিকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক নেতারা। এই পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হল পাট্টনায়েককে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম