২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩৮

‘রাশিয়া-চীনের হাইপারসোনিক অস্ত্র মোকাবিলার ক্ষমতা আমেরিকার নেই’

অনলাইন ডেস্ক

‘রাশিয়া-চীনের হাইপারসোনিক অস্ত্র মোকাবিলার ক্ষমতা আমেরিকার নেই’

প্রতীকী ছবি

মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল চার্লস রিচার্ড স্বীকার করেছেন যে, রাশিয়া এবং চীনের হাইপারসোনিক অস্ত্র মোকাবিলার সক্ষমতা আমেরিকার বিরাজমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নেই। খবর পার্সটুডের।

কৌশলগত বাহিনীর বিষয়ে মার্কিন হাউজ সাবকমিটির উন্মুক্ত শুনানিতে এ কথা স্বীকার করেন অ্যাডমিরাল রিচার্ড। রাশিয়া সম্প্রতি মহাকাশ দিয়ে লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলতে সক্ষম হাইপারসোনিক অস্ত্র মোতায়েন করেছে আর এ ধরণের অস্ত্র তৈরি করছে চীন।

তিনি আরও স্বীকার করেন অত্যাধুনিক এ সব অস্ত্রের সক্ষমতা নির্ণয় করতে যেয়েও সমস্যায় পড়ছে পেন্টাগন। অবশ্য এ সব অস্ত্র কতোটা হুমকি হয়ে দেখা দিতে পারে সে বিষয়ে বিশ্বাসযোগ্য অনুমান করতে পারে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন হাউস সদস্য সেথ মোলন্টনের প্রশ্নের জবাবে রাশিয়া এবং চীনের ব্যালাস্টিক অস্ত্র সক্ষমতার বিরুদ্ধে তার দেশের অসহায় অবস্থার কথা ব্যক্ত করেন অ্যাডমিরাল রিচার্ড। তিনি বলেন, রাশিয়া এবং চীনের ব্যালাস্টিক অস্ত্র সক্ষমতার মোকাবেলার জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় নি। বরং এ ব্যবস্থা কথিত ‘বদ রাষ্ট্রগুলোর মোকাবেলার জন্য তৈরি হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর