তুরস্কের ভয়াবহ ড্রোন হামলায় সিরিয়ার ২৬ জন সেনাকর্মীর প্রাণহানি হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব ও আলেপ্পোর মাঝামাঝি এলাকায় থাকা সেনাঘাঁটিতে। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর দ্য স্ট্রেইটস টাইমস এর।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বিকেলে ইদলিব ও আলেপ্পোর মাঝে থাকা একটি সিরিয়ান সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় তুরস্ক। এর ফলে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পরে ঘটনাস্থল থেকে ২৬ জন সেনাকর্মীর মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। আহত অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সিরিয়ার সেনা বাহিনীর বিমান হামলার ফলে সেদেশে মোতায়েন তুরস্কের ৩৩ জন সেনা নিহত হয়। বিষয়টিকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর শনিবার চূড়ান্ত হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানে। বলেন, ‘এই হামলার প্রতিশোধ নেবে তুরস্ক।’ আর তারপরই এই হামলার ঘটনা ঘটল। এর জেরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে।
বিডি-প্রতিদিন/শফিক